• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

চা খেতে এসে খুন হলেন বৃদ্ধ


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২১, ০৭:৩৭ পিএম
চা খেতে এসে খুন হলেন বৃদ্ধ

পাবনা শহরতলীর চরশিবরামপুর এলাকায় জমিজমা বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোজাহার সরদার (৬৫) নামের এক বৃদ্ধা খুন হয়েছেন। 

রোববার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মোজাহার চরশিবরামপুর গ্রামের মৃত বিরাত সরদারের ছেলে। পেশায় তিনি একজন কৃষক।

স্থানীয়রা জানান, মোজাহার সরদারের সঙ্গে স্থানীয় মোস্তফা হোসেনের জমিজমা নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ঘটনার দিন রাত নয়টার দিকে বাড়ির পাশের চায়ের দোকানে চা খেয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন মোজাহার সরদার। বাড়ি পাওয়ার আগ মুহুর্তে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন দূর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রওশন ইয়াজদানি বলেন, ২০০২ সালের ভূমিহীনদের একটি জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। রোববার বিকেলে এই বিষয়টি নিয়ে বৈঠকে বসার কথা ছিল। কিন্তু একটি পক্ষ না আসায় বৈঠকটি হয়নি। সন্ধ্যার দিকে নিহত মোজাহার সরদার শাদ আলী মোড়ে একটি চায়ের দোকানে চা খেতে গেলে মোস্তফা হোসেনের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে কিলঘুষি দেওয়া হলে দোকানে থাকা লোকজন ছাড়িয়ে দেয়। এরপর মোজাহার সরদার বাড়িতে চলে আসে। পরে রাত সাড়ে ৯ টার দিকে ওই দোকানে সে আবারও চা খেতে যায়। চা খেয়ে আসার সময় তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহতের লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

Link copied!