• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

চার শতাধিক যাত্রী নিয়ে মাঝ সমুদ্রে আটকা জাহাজ 


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২১, ০৯:০৪ এএম
চার শতাধিক যাত্রী নিয়ে মাঝ সমুদ্রে আটকা জাহাজ 

সেন্টমার্টিন থেকে কক্সবাজার ফেরার পথে কক্সবাজার উপকূলের নাজিরারটেক চ্যানেলে আটকা পড়েছে পর্যটকবাহী জাহাজ কর্ণফুলী এক্সপ্রেস।

ডুবোচরে জাহাজটি আটকা পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাহাজের ইনচার্জ হোসাইনুল ইসলাম বাহাদুর।

হোসাইনুল ইসলাম বাহাদুর জানান, বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে সাড়ে চার শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিন থেকে রওনা দেয় জাহাজটি। রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে এটি কক্সবাজার পৌঁছানোর কথা। কিন্তু ডুবচরে আটকা পড়ায় রাত দুইটা পর্যন্ত তীরে ভিড়তে পারেনি।

হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, “মূলত ভাটার কারণে এমনটা হয়েছে। জোয়ার এলে স্বাভাবিক হবে। আমরা যাত্রীদের জন্য খাবার সরবরাহের ব্যবস্থা করছি।”

জাহাজের কর্মকর্তা তানিম বলেন, “পাটুয়ারটেক পয়েন্টে প্রথমে জাহাজটি আটকা পড়ে। সেখান থেকে কিছুক্ষণ পর চলতে শুরু করলেও কিছু দূর যেতেই আবারও আটকে যায়।”

ট্যুর অপারেটর রিপন বলেন, “জাহাজে আমার বেশ কয়েকজন পর্যটক আছেন। যারা সেন্টমার্টিন থেকে কক্সবাজার যাচ্ছিল। রাত সাড়ে নয়টা থেকে ১০টার মধ্যে শহরের বিআইডব্লিউ ঘাটে পৌঁছার কথা। জাহাজ থেকে ফোন করে যাত্রীরা কান্নাকাটি করছে।”

Link copied!