• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬
 ১১০ পানির ট্যাংক বিতরণ

চারদিকে পানি কিন্তু পানযোগ্য পানি নেই


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১, ০৯:০৯ পিএম
চারদিকে পানি কিন্তু পানযোগ্য পানি নেই

সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরে পানি সংরক্ষণের জন্য ১১০টি পানির ট্যাংক বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় শ্যামগরের বুড়িগোয়ালীনি ইউনিয়নের দাতিনাখালি বালুরমাঠে এক হাজার লিটার ধারণক্ষমতা সম্পন্ন এ ট্যাংক বিতরণ করা হয়।

সুন্দরবন উপকূলের শতাধিক প্রান্তিক পরিবারের মধ্যে এ পানির ট্যাংক বিতরণ করে চিকিৎসক ও শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সামাজিক সেবামূলক সংগঠন ডু সামথিং ফাউন্ডেশন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ জাকির হোসেন, স্বেচ্ছাসেবক শাহিন আলম, মাহমুদুল হাসান, বুলবুল, মামুন, মাসুম প্রমুখ।

ডু সামর্থিং ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ জাকির হোসেন বলেন, “চারদিকে পানি কিন্তু পানযোগ্য পানি নেই। সুন্দরবন তীরবর্তী শ্যামনগর উপকূলীয় মানুষের এই অবস্থা দেখে আমাদের মনে ব্যাপকভাবে নাড়া দেয়। তাই আমরা এই অসহনীয় কষ্ট থেকে মানুষকে কিছুটা কষ্ট মুক্তির জন্য ১১০টি পরিবারের হাতে পানির ট্যাংক তুলে দিয়েছি।”

Link copied!