চাকরি বাঁচাতে কর্মস্থলমুখী মানুষের ঢল, নেই স্বাস্থ্য বিধি


ভোলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩১, ২০২১, ০৪:১৫ পিএম
চাকরি বাঁচাতে কর্মস্থলমুখী মানুষের ঢল, নেই স্বাস্থ্য বিধি

চলমান কঠোর লকডাউনের মধ্যে আগামীকাল রোববার (১ আগস্ট) থেকে রপ্তানিমুখী শিল্প কারখানা খুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তের ঘোষণায় শত ভোগান্তি মাথায় নিয়ে চাকরি বাঁচাতে ভোলার ইলিশা-লক্ষ্মীপুর রুটের ফেরিতে কর্মস্থলে ফিরতে হাজার হাজার শ্রমিকের ঢল নেমেছে।

শনিবার (৩১ জুলাই) সকাল থেকে ইলিশা-লক্ষ্মীপুর রুটে চলাচলকারী ৩টি ফেরিতে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। গাদাগাদি করে মানুষ পার হচ্ছেন ফেরিতে করে। তাদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার কোনো লক্ষণ দেখা যায়নি। যে যেভাবে পারছেন ফেরিতে কর্মস্থলে ছুটছেন। এ কারণে ফেরিতে পার হওয়া কোনো যানবাহন নেই। সেই জায়গা দখল করেছে সাধারণ যাত্রীরা।

ইলিশা ফেরি ঘাটে গিয়ে দেখা গেছে, সকাল থেকে কিষাণী, কুসুম কলি ও কনকচাঁপা এই তিনটি ফেরি অন্তত ১০ হাজার যাত্রী নিয়ে ছেড়ে গেছে। ঘাটে আরও কয়েক হাজার যাত্রী পারাপারের অপেক্ষায় ছিল। এসব যাত্রীরা লক্ষ্মীপুর হয়ে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, নোয়াখালীসহ দেশের বিভিন্ন জেলায় কর্মস্থলে যোগ দেবেন। এদের অধিকাংশই নিন্ম আয়ের মানুষ, যারা পোশাক কারখানাসহ বিভিন্ন কারখানায় কাজ করেন।

গাজীপুর এবং নারায়ণগঞ্জ পোশাক কারখানার উদ্দেশ্যে যাওয়া শ্রমিক আবদুল কাদের, শরীফ মাহমুদ ও জিয়াউদ্দিন জানান, মহামারি করোনার কঠোর বিধিনিষেধ আর বৈরী আবহাওয়া উপেক্ষা করে তারা বাধ্য হয়ে চাকরি বাঁচাতে ফেরিতে পারা হচ্ছেন।

ভোলা-লক্ষ্মীপুর ফেরি সার্ভিসের মেরিন অফিসার মো. হারুনুর রশিদ জানান, হঠাৎ করে রপ্তানিমুখী শিল্প কারখানা খুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তে ফেরি ঘাটে মানুষের ঢল নামেছে। এই রুটে লঞ্চ এবং সি-ট্রাক বন্ধ থাকায় অন্তত ১০ হাজার শ্রমিক ৩টি ফেরিতে পার করা হয়েছে। এতে করে ঘাটে অপেক্ষমান পণ্যবাহী যানবাহন পারাপার করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

Link copied!