• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ব্যবসায়ী আটক


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২১, ০২:৪৯ পিএম
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ব্যবসায়ী আটক

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র, গুলিসহ আরিফুল ইসলাম (৪৩) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) তাকে জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন থেকে আটক করা হয়।

আটক আরিফুল ইসলাম জেলার শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ ইসমাইল বিশ্বাস টোলা এলাকার বাসির উদ্দিনের ছেলে।

র‌্যাবের সহকারী পরিচালক বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প র‌্যাব-৫ রাজশাহীর একটি অপারেশন দল বুধবার রাত সাড়ে ১২টায় কানসাট ইউনিয়নের কানসাট বাজারে আরিফুলের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘর থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফুল জানায়, তিনি দীর্ঘদিন ধরে অস্ত্র বেচাকেনা করে আসছেন। অবৈধ আগ্নেয়াস্ত্র সংগ্রহ করে বিক্রির উদ্দেশে নিজ হেফাজতে রাখেন।

পরে শিবগঞ্জ থানায় মামলা করে আরিফুলকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!