রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়ায় চাঁদাবাজির সময় শাহরিয়ার জাহান (৪৮) নামের এক ভুয়া ইউএনওকে আটক করেছে পাংশা মডেল থানা পুলিশ।
সোমবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার মাছপাড়ায় একটি খাবারের হোটেল থেকে চাঁদা আদায়কালে তাকে আটক করা হয়।
শাহরিয়ার জাহান পাংশা পৌর এলাকার নারায়ণপুর গ্রামের মুনশী আকবর আলীর ছেলে।
জানা যায়, সোমবার (২৮ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের ডন মোড় এলাকায় খয়বার ও কটার খাবারের হোটেলে গিয়ে নিজেকে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচয় দিয়ে হোটেলের ট্রেড লাইসেন্স দেখতে চাইলে হোটেল কর্তৃপক্ষ তা দেখাতে ব্যর্থ হয়। এ সময় দুই হোটেল থেকে ১০০০ টাকা চাঁদা আদায় করেন তিনি। এ সময় শাহরিয়ারের আচরণে সন্দেহ হলে স্থানীয়রা পাংশা থানায় ফোন করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শাহরিয়ায়কে আটক করে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, “স্থানীয়রা বিষয়টি আমাদের অবহিত করার পরেই আমরা ঘটনাস্থলে হাজির হয়ে ভুয়া ইউএনওকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হবে।”