• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চলন্ত অবস্থায় ট্রেনের ৪ বগি বিচ্ছিন্ন


হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২১, ০৭:৫৫ পিএম
চলন্ত অবস্থায় ট্রেনের ৪ বগি বিচ্ছিন্ন
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর ‘জয়ন্তিকা’ ট্রেনের জয়েন্ট ছিঁড়ে চারটি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় তিন ঘণ্টা মনতলা রেলস্টেশনে আটকা পড়ে ট্রেনটি। তবে গতি কম থাকায় দুর্ঘটনা থেকে রক্ষা পান ট্রেনটির যাত্রীরা।

সোমবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট রেলপথের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে স্টেশন মাস্টার পরশ আলী শিকদার বলেন, “ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা ট্রেনটি স্টেশনে পৌঁছাতেই এর পেছনের জয়েন্ট ছিঁড়ে চারটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সময় প্রায় তিন ঘণ্টা আটকা পড়ে ট্রেনটি। দুর্ঘটনায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। অনেক যাত্রী বিকল্প পথে গন্তব্যে পৌঁছান।”

তবে এ সময় লাইনে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে জানান তিনি।

ট্রেনটির যাত্রী সজল বলেন, “হঠাৎ বিকট শব্দে বগির জয়েন্ট খুলে গেলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। প্রায় তিন ঘণ্টা পর আখাউড়া থেকে একটি ইঞ্জিন এনে পেছন দিকের বগির জয়েন্ট সংযোগ দেওয়া হয়। পরে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ট্রেনটি মনতলা থেকে সিলেটের দিকে আবারো যাত্রা করে।”

বিষয়টি মাধবপুর থানার এস আই ওয়াহেদ গাজী নিশ্চিত করে বলেন, “সেখানে পুলিশ পাঠানো হয়েছে। রেল পুলিশও যাচ্ছে।”
 


 

Link copied!