• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চবির শাটল ট্রেন-সিএনজির সংঘর্ষ


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২১, ০৭:৫৯ পিএম
চবির শাটল ট্রেন-সিএনজির সংঘর্ষ
ছবি: সংগৃহীত

নগরীর কদমতলী রেলক্রসিংয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে আসা শাটল ট্রেনের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। 

সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় কদমতলী রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার এসআই আবু হানিফ। 

চট্টগ্রাম রেলওয়ে থানার এসআই আবু হানিফ বলেন, “রেল আসার আগেই রেল গেটের দুইপাশের গেটবার ফেলে দিয়েছিলেন গেটম্যান। কিন্তু সিএনজি অটোরিকশার চালক উল্টো দিক দিয়ে এসে রেলক্রসিংয়ে ঢুকে যায়। এ সময় চবি থেকে ছেড়ে আসা শাটল ট্রেনের সঙ্গে সিএনজির সংঘর্ষ হয়। এতে সিএনজিটি উল্টে যায়। তবে আমরা এসে কাউকে পাইনি। সিএনজিতে যাত্রী থাকলেও শুনেছি কেউ তেমন আহত হননি।” 

আবু হানিফ আরো বলেন, “ দুর্ঘটনায় ট্রেনেরও কোনো সমস্যা হয়নি। ট্রেনটি সঠিক সময়ে বটতলী স্টেশনে পৌঁছেছে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!