• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৯


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২২, ১১:০৯ এএম
চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৯

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। শনাক্তের হার শূন্য দশমিক ৬০ শতাংশ।

শনিবার (১ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে শুক্রবার (৩১ ডিসেম্বর) জেলায় ১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই দিনও করোনায় কারও মৃত্যু হয়নি।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, “চট্টগ্রামের সাতটি ল্যাবে ১ হাজার ৪৮৯ জনের নমুনা পরীক্ষা করে নয়জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে আটজনই মহানগরের বাসিন্দা। অপর একজন রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা।

এছাড়া এখন পর্যন্ত চট্টগ্রামে ১ লাখ ২ হাজার ৬৪২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ২৭১ জন। বাকি ২৮ হাজার ৩৭১ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০৯ জনের।

এর আগে ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

Link copied!