• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

চকরিয়ার সেই স্থানে আবারও দুর্ঘটনা


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২২, ০৩:৫৯ পিএম
চকরিয়ার সেই স্থানে আবারও দুর্ঘটনা

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজরা মালুমঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় ৫ ভাইয়ের নিহতের ২৪ ঘণ্টা না যেতেই একই স্থানে আবারও দুর্ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন। 

বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালের অদূরে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ (পরিদর্শক) সাফায়েত হোসেন। তিনি জানান, দুপুর ১টার দিকে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুইজন আহত হয়েছেন। তাদের পরিচয় জানা যায়নি। 

সাফায়েত হোসেন আরও বলেন, গত এক মাসে এই জায়গায় তিন দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। তার মধ্যে বুধবার সকালে একই পরিবারের পাঁচ ভাই নিহত হয়েছেন। তারা বাবার শ্রাদ্ধের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। এ সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চার ভাই নিহত হন। আহত হন আরও পাঁচজন। তাদের মধ্যে একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!