• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ঘুষ লেনদেনের অডিও ফাঁস, ওসি প্রত্যাহার


গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৭, ২০২২, ০৪:০২ পিএম
ঘুষ লেনদেনের অডিও ফাঁস, ওসি প্রত্যাহার

গাইবান্ধায় চাঞ্চল্যকর ব্যবসায়ী হাসান হত্যার পুলিশের প্রতিবেদনকে কেন্দ্র করে তদন্তকারী কর্মকর্তা ও আসামির এক স্বজনের মধ্যে ঘুষ লেনদেনের অডিও রেকর্ড ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় জেলার সুন্দরগঞ্জ থানার ওসি এবং তৎকালীন গাইবান্ধা ডিবি পুলিশের ওসি মো. তৌহিদুজ্জামানকে মঙ্গলবার (১৫ মার্চ) প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। বুধবার (১৬ মার্চ) পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।

অর্থ লেনদেনের বিতর্কিত অডিও ফাঁসের ঘটনায় গণমাধ্যমে আসা সংবাদটি মিথ্যা বলে দাবি করেছে ব্যবসায়ী হাসান আলী হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এবং আসামির এক স্বজন। তবে আলোচিত এ হত্যা মামলার অডিও ফাঁসের ঘটনা তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি হাসান হত্যা প্রতিবাদ মঞ্চের নেতাদের।

গত বছরের ১০ এপ্রিল গাইবান্ধার জুতা ব্যবসায়ী হাসান আলীর ঝুলন্ত লাশ আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মাসুদ রানার বাড়ি চক মামরোজপুর এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। সুদের টাকার জেরে হাসানকে অপহরণ করে নিজ বাড়িতে আটক করে রাখেন মাসুদ।

এ ঘটনায় হাসানের স্ত্রী বাদী হয়ে সদর থানায় মাসুদ রানা, রুমেন হক ও খলিলুর রহমান বাবুকে আসামি করে মামলা দায়ের করেন। ঘটনার পর মাসুদকে পুলিশ আটক করলেও অপর দুই আসামির মধ্যে রুমেন হক পলাতক ও খলিলুর রহমান বাবু জামিনে আছেন। গত ১৬ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির সাবেক ওসি তৌহিদুজ্জামান আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

সম্প্রতি এ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার সঙ্গে আসামি খলিলুর রহমান বাবুর ছেলে তুরাস তাকমির সজলের ঘুষ লেনদেনের অডিও ফাঁসের সংবাদ গণমাধ্যমে প্রকাশের পর জেলাজুড়ে চাঞ্চ্যল্যের সৃষ্টি হয়েছে। এরই মধ্যেই সংবাদ প্রকাশের হাতেও এসেছে একটি অডিও রেকর্ড। অডিও রেকর্ডে শোনা যায় টাকা লেনদেনের কথোপকথন।

তবে অডিও রেকর্ডের বিষয়টি নিশ্চিত হতে আসামি খলিলুর রহমানের পরিবারের মুখোমুখি হলে কথোপকথনের ওই অডিও রেকর্ড মিথ্যা দাবি করেন সজল। তার দাবি, মামলার বিষয়ে ওসির সঙ্গে তার কখোনই কোনো মোবাইলে কিংবা সাক্ষাতে কথা হয়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা, বর্তমানে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান জানান, আসামির স্বজনের সঙ্গে অর্থ লেনদেনের অডিও ফাঁসের ঘটনার সঙ্গে জড়িত নয় বলে দাবি পুলিশ কর্মকর্তার। জানালেন অডিওর বিষয়ে কিছুই জানেন না তিনি। তবে হত্যা মামলার চার্জশিট থেকে আসামির নাম বাদের তদবির না শোনায় পরিকল্পিতভাবে কেউ এই অপপ্রচার চালাচ্ছেন।

এদিকে আলোচিত এ হত্যা মামলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রথম থেকেই ছিল নানা প্রশ্ন। নতুন করে পারস্পারিক অডিও ফাঁসের ঘটনায় হতবাক জেলার সচেতন মহলসহ হাসান হত্যা মঞ্চের নেতারা। তাই তদন্তের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।
 

Link copied!