• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২১, ০৮:৫২ এএম
ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) সকাল ৬টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

ফেরিঘাট কর্তৃপক্ষ জানায়, ভোর থেকে পদ্মায় কুয়াশা বৃদ্ধি পায়। নৌপথ সম্পূর্ণ অস্পষ্ট হয়ে যায়। এই অবস্থায় ফেরি চলাচলে দুর্ঘটনা সম্ভাবনা থাকে। তাই বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলেই ফেরি চলাচল শুরু হবে।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে যাত্রীদের ভোগান্তি বেড়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া এবং গোয়ালন্দ মোড়ে ৬ শতাধিক যানবাহন ফেরিপারের অপেক্ষায় রয়েছে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মো. মহিউদ্দীন রাসেল জানান, দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমে গেলে আবারও ফেরি চলাচল স্বাভাবিক হবে।

Link copied!