গোলাপ ফুল হাতে ফটকের সামনে দাঁড়িয়ে দুই পুলিশ। ফটকে আসতেই সেই ফুল বাড়িয়ে স্বাগত জানানো হচ্ছে সেবা প্রার্থীদের। শুধু বাইরে নয়, ভেতরেও রয়েছে চমক। প্রত্যেককেই আপ্যায়ন করা হচ্ছে চকলেট ও চা দিয়ে। থানায় আসা সেবাপ্রার্থীদের জন্য এমন ব্যতিক্রমী আয়োজন করেছে চুয়াডাঙ্গা সদর থানা। থানায় এসে এমন আতিথেয়তা পেয়ে মুগ্ধ সেবাপ্রার্থীরাও।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন “আমরা পুলিশ সম্পর্কে মানুষের ভেতরে থাকা ভুল ধারণা ও ভয়ভীতি দূর করতে চাই। তাই এই আয়োজন। থানায় আগত প্রত্যেক সেবাপ্রার্থীকেই এভাবে অভ্যর্থনা জানানো হচ্ছে।”
সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর চুয়াডাঙ্গা শাখার সভাপতি অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘‘ব্যতিক্রমী এ আয়োজন সত্যিই প্রশংসনীয়। এতে পুলিশ ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ মনোভাব তৈরি হবে। জনবান্ধব পুলিশের সেবা পাবে জনগণ।”