• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

গোপন কক্ষে নয়, খোলা জায়গায় সিল পড়ছে ব্যালটে


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২২, ০৩:০৭ পিএম
গোপন কক্ষে নয়, খোলা জায়গায় সিল পড়ছে ব্যালটে

পঞ্চম ধাপে পাংশা উপজেলার ১০টি ইউনিয়নে চলছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। ভোট দানের সরকারি নিয়ম না মেনেই উন্মুক্ত স্থানে চলছে ভোট প্রদান প্রক্রিয়া।

দুপুরে পাট্টা ইউনিয়নের বয়রাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ নম্বর বুথে গেলে দেখা যায় গোপন কক্ষে না গিয়ে পাশেই রাখা ব্রাঞ্চে উন্মুক্ত স্থানেই ভোট দিচ্ছেন ভোটাররা।

একই কেন্দ্রে জাল ভোট দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কিছু ব্যক্তি জানান, অনেকেই একবার ভোট দিয়ে এসে থিনার দিয়ে আঙ্গুলের কালি মুছে পুনরায় কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছেন।

এই বিষয়ে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার লিটন কুমার দাসের সঙ্গে কথা হলে তিনি জানান, তার কাছে এরকম কোনো অভিযোগ আসেনি কোনো পোলিং এজেন্টের পক্ষ থেকে। যদি এরকম কোনো অভিযোগ আসে তাহলে তিনি ব্যবস্থা নিবেন।

এই বিষয়টি কি তার তদারকির মধ্যে পড়ে কিনা জানতে চাইলে তিনি জানান, তিনি সকাল থেকেই বিভিন্ন বুথে ঘুরছেন তবে, এরকম কোনো কিছু তার চোখে পড়ে নাই।

উন্মুক্ত স্থানে ভোট প্রদানের বিষয়টি জানার পর লিটন কুমার বিশ্বাস এই পুরো ব্যাপারটি আমলে নেওয়ার আশ্বাস দেন।

পাট্টা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!