• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ আটক ২


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২২, ০২:১৪ পিএম
গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ আটক ২

জামালপুরে খোরশেদা বেগম (৬০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ও সহোদর ছোট ভাইকে আটক করেছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) পৌরসভায় ১২ নম্বর ওয়ার্ডের তেতুলিয়া গ্রামের এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ নাজিম উদ্দিনের (৭০) স্ত্রী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার রাতে স্বামী নাজিম উদ্দিন থানায় ফোন করে জানায়, পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে তার স্ত্রীর ছোটভাই শাহীন ও ফকির চাঁনসহ স্বজনরা গভীর রাতে তার বসতঘরে ঢুকে খোরশেদা বেগমকে শ্বাসরোধে হত্যা করেন। খবর পেয়ে রাত ৩টার দিকে পুলিশ ওই গ্রামে গিয়ে নিহতের বসতঘর থেকে মরদেহ উদ্ধার করে।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, খোরশেদার বাবা ও স্বামীর বাড়ি পাশাপাশি। নিহতের গলায় জখমের চিহ্ন রয়েছে। তবে হত্যাকাণ্ডটি কে বা কারা ঘটিয়েছে তার তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী নাজিম উদ্দিন ও ভাই শাহীনকে আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Link copied!