• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৭ রজব ১৪৪৬

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২১, ০৬:৩২ পিএম
গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১৯ নভম্বের) দুপুরে উপজেলার লতিফপুর এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।

গৃহবধূ রুনা আক্তার উপজেলার বাক চাপাইর এলাকার শাওন হোসেনের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, শাওন হোসেন পেশায় গাড়ি চালক। স্ত্রী রুনা আক্তার নিয়ে লতিফপুর এলাকার রাহাজ উদ্দিনের বাসায় ভাড়া থাকেন। বৃহস্পতিবার রাতে ওই বাসায় দরজা বন্ধ করে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে রুনা আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) রকিবুল হাসান জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়ছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।

Link copied!