পঞ্চগড়ে আল্পনা (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে তেঁতুলিয়া মডেল থানা-পুলিশ।
বুধবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় তেঁতুলিয়া উপজেলার গোলাব্দিগছ গ্রাম থেকে আল্পনার লাশ উদ্ধার করে পুলিশ।
আল্পনা তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গোলাব্দিগছ গ্রামের মোমিনের স্ত্রী।
স্থানীয়রা জানান, মোমিন ও আল্পনার প্রায় এক বছর আগে বিয়ে হয়। বুধবার সকালে বাড়ির কাজ শেষে বাইরে যান মোমিন। সকাল ১১টায় বাড়ি ফিরে ফাঁস লাগা অবস্থায় আল্পনাকে রান্নাঘরে ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বলেন, “লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত মৃত্যুর কারণ জানা যাবে।”