মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কিশোরী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে চন্দন ধর (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৬ এপ্রিল) রাত ৩টার দিকে মৌলভীবাজার জৎগসি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) আসাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানা, শনিবার রাতে মৌলভীবাজারের জৎগসি এলাকার সূত্র ধরের বাড়িতে অভিযান চালিয়ে চন্দনকে গ্রেপ্তার করা হয়। এর আগে অভিযুক্ত চন্দন ধরের মা সাধনা ধর (৬০) এবং স্ত্রী পূর্ণা ধরকে (৩০) আটক করা হয়।
ধর্ষণের শিকার গৃহকর্মী নিজেই বাদী হয়ে তিন জনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় মামলা করে। এর আগে দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পৌর শহরের স্টেশন রোডের হিরন্ময় প্লাজার তৃতীয় তলার চন্দন ধরের বাসা থেকে ওই কিশোরীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।
গৃহকর্মীর অভিযোগ, গত দেড় বছর আগে চন্দন ধরের (৪৫) বাসায় গৃহকর্মী হিসেবে কাজ নেয় সে। কাজে যোগ দেওয়ার কয়েকদিনের মাথায় চন্দন ধর তাকে ধর্ষণ করে। এই ধর্ষণের ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গত দেড় বছর ধরে তাকে ধর্ষণ করে আসছিল। এসব জানার পরও তার বাসার লোকজন চন্দনকে বাধা দেয়নি। শনিবার সকালে চন্দন ধর তাকে আবারও ধর্ষণের চেষ্টা করলে সে বাধা দেয়। এতে চন্দন শারীরিক নির্যাতন করে তার হাত-পা বেঁধে একটি রুমে ফেলে রাখে।