• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬
লঞ্চে আগুন

গুরুতর দগ্ধ ১০ জনকে আনা হচ্ছে ঢাকায়


বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২১, ০৩:৪৯ পিএম
গুরুতর দগ্ধ ১০ জনকে আনা হচ্ছে ঢাকায়

ঝালকাঠিতে মাঝ নদীতে যাত্রীবাহী এমভি অভিযান লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ ৭০ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক সাইফুল ইসলাম জানান, গুরুতর রোগীদের ঢাকায় স্থানান্তর করা হচ্ছে। অন্যান্য রোগীদের সামর্থ্য অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত তিনটার দিকে বরগুনার উদ্দেশে ছেড়ে আসা অভিযান-১০ নামের লঞ্চটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এ পর্যন্ত ৩৫ জনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছে ঝালকাঠি জেলা প্রশাসন। 

সকাল থেকেই উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছেন ফায়ার সার্ভিস ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। তারা দগ্ধ ও আহত ব্যক্তিদের উদ্ধার করে বরিশাল মেডিকেলে পাঠাচ্ছেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!