• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে বরিশালের নিপা


বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২১, ০৮:৫৪ পিএম
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে বরিশালের নিপা

একটার ওপর আরেকটা এভাবে করে মাত্র এক মিনিটে ৭১টি কয়েন রেখে গিনেস বিশ্ব রেকর্ডে নাম লিখিয়ে নিলেন বরিশালের মেয়ে নুসরাত জাহান নিপা। এরমধ্যে তিনি হাতে পেয়ে গেছেন গিনেস ওয়ার্ড রেকর্ড কর্তৃপক্ষ প্রেরিত স্বীকৃতির সনদ। আর এতে নিপার স্বামীসহ বাবা-মা এবং শুভাকাঙ্ক্ষীরাও বেশ উচ্ছ্বসিত।

নুসরাত জাহান নিপা (৩০) বরিশাল নগরীর দক্ষিণ সাগরদী এলাকার বাসিন্দা ও রাজনীতিবিদ দেওয়ান আব্দুর রশিদ এবং গৃহিনী মোসাম্মৎ পারভীনের একমাত্র মেয়ে।

সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে ক্যামেস্ট্রিতে মাস্টার্স পাশ করে বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকুরি করছেন। সেই সঙ্গে অনলাইনের একটি প্লাটফর্মে নিজেকে ভলান্টিয়ার হিসেবেও যুক্ত রেখেছেন।

বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা কাজী সামসুজ্জামানের সঙ্গে বিয়ে হয়েছে ৪ বছর আগে। তার সঙ্গে নগরীর নথুল্লাবাদ সংলগ্ন লুৎফর রহমান সড়কে বর্তমানে বসবাস করছেন নিপা।

নুসরাত জাহান নিপা আরও বলেন, “এটি পাওয়ার পর স্বামীসহ বাবা-মা, শ্বশুরবাড়ির লোকজন সবাই বেশ খুশি। শুভাকাঙ্ক্ষীরা অনেকেই অভিনন্দন জানাচ্ছেন।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!