• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৭ রজব ১৪৪৬

গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২২, ০৭:১৮ পিএম
গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কুমিল্লায় অজ্ঞাত একটি গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার (২২ জানুয়ারি) দুপুর দুইটার দিকে সদর উপজেলার আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা আলেখারচর থেকে ক্যান্টনমেন্ট যাওয়ার পথে সদর উপজেলার আমতলী এলাকায় ঢাকামুখী অজ্ঞাতনামা একটি গাড়ি একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। 

নিহতরা হলেন : রুবেল হোসেন ও শাওন ত্বকি।

এছাড়া দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও নিহতদের মরদেহ উদ্ধার করেছে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর সংবাদ প্রকাশ-কে বলেন, “দুপুরে মহাসড়কের আমতলী এলাকায় অজ্ঞাত একটি গাড়ির চাপায় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। মৃতদেহ দুটি আমাদের কাছে আছে, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।” 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!