• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত বেড়ে ১১


বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: মে ২৯, ২০২২, ০১:০৯ পিএম
গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত বেড়ে ১১

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জন হয়েছে। তাদের মধ্যে শিশুও রয়েছে।

হতাহত যাত্রীদের পরিচয় এখনো জানা যায়নি।

রোববার (২৯ মে) ভোর সাড়ে ৫টার দিকে উজিরপুর উপজেলার বামরাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ।

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। পরে আরও একজন মারা যান।

আলী আর্শাদ আরও বলেন, “দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন যাত্রী। তাদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।”

পুলিশ জানিয়েছে, বাসটি ঢাকা থেকে ভাণ্ডারিয়ার দিকে যা‌চ্ছিল। উপজেলার শানুহারে পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এখনও বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধারের কাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. জাহাঙ্গীর জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুরের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। বাসটি গাছের মধ্যে ডুকে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বাস কেটে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠাচ্ছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!