• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

গাছের সঙ্গে এ কেমন শত্রুতা


নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১১, ২০২১, ০৫:৫৬ পিএম
গাছের সঙ্গে এ কেমন শত্রুতা

নওগাঁর পোরশায় সাইফুল ইসলাম নামের এক কৃষকের ১০ বিঘা জমিতে রোপণকৃত দেড় হাজার আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। 

এ ঘটনায় বুধবার (১১ আগস্ট) দুপুরে মামলা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১০ আগস্ট) ভোররাতে উপজেলার মরাকাটা এলাকায় এ ঘটনা ঘটে। এতে ওই কৃষকের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

কৃষক সাইফুল ইসলাম জানান, সাইফুলের বাবা ১০ বিঘা জমি এককভাবে কেনেন। কিন্তু সাইফুলের চাচাও সমান ভাগে ওই জমি ভোগ করে আসছিলেন। পরবর্তী সময়ে সাইফুলের বাবা মারা যাওয়ায় জমি ভাগাভাগি হয়।

এ সময় দেখা যায় দলিলপত্রে এই সম্পত্তি সাইফুলের নামে করে দিয়ে গেছেন তার বাবা। স্বাভাবিকভাবে ওই জমি সাইফুল নিজ দখলে নেন।

তিন মাসে আগে ওই ১০ বিঘা জমিতে দেড় হাজার আমগাছ রোপণ করেন তিনি। কিন্তু এটা মেনে নিতে পারেনি তারা চাচা ও চাচাতো ভাইয়েরা।

এরই শত্রুতার জের ধরে অভিযুক্তরা তার রোপণকৃত গাছগুলো কেটে ফেলে বলে অভিযোগ করেন তিনি। এতে মানসিকভাবে ভেঙে পড়েন কৃষক সাইফুল। তাই উপায় না পেয়ে বুধবার দুপুরে মামলার প্রস্তুতি নিয়েছেন।

পোরশা থানার ওসি শফিউল আজম খান জানান, ঘটনাটি শুনেছি। এটা অমানবিক। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।