কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে ১৪ এপিবিএনের সদস্যরা ।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের এফ ব্লকের আলী হোসেনের ছেলে দিল মোহাম্মদ (৩৮) ও তার স্ত্রী হাসিনা (৩২)।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক (পুলিশ সুপার) মো. নাইমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বস্তার ভেতর পলিথিনে মোড়ানো ৬৫২২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশ সুপার) মো. নাইমুল হক।