ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১২, ২০২১, ০৯:৩২ পিএম
ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

নাটোরের লালপুরে গলায় ফাঁস দিয়ে আখিতা ইয়াসমিন আঁখি (২৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের অমৃতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত গৃহবধূ ওই গ্রামের আশাদুল ইসলামের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ঘরের সিলিংয়ের সঙ্গে পায়জামা পেঁচিয়ে আত্মহত্যা করেন আঁখি। পরে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে ঝুুলন্ত মরদেহ দেখতে পান। থানায় খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহ উদ্ধার করে।

লালপুর থানার পরিদর্শক (তদন্ত) আবু সিদ্দিক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Link copied!