• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

গফরগাঁওয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা


গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১, ০১:২৪ পিএম
গফরগাঁওয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ময়মনসিংহের গফরগাঁওয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী গফরগাঁও শাখার আয়োজনে গফরগাঁও সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ আলোচনা সভা হয়।

উদীচী গফরগাঁও শাখার সভাপতি গোলাম মুহাম্মদ ফারুকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোবেল মাহমুদের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি এসএম মাহবুবুল আলম, ক্ষেতমজুর সমিতির সভাপতি আজিম উদ্দিন মাস্টার, সিপিবি গফরগাঁও শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট  সাইফুস সালেহীন, চিত্রশিল্পী লুৎফর রহমান আরজু, শহীদ রাসবিহারী মিশ্রর সন্তান উদীচীর সাবেক সভাপতি রনদাপ্রসাদ মিশ্র, গফরগাঁও সরকারী কলেজের সাবেক ভিপি মাহতাব উদ্দিন সাদেক, উদীচীর সহ-সাধারণ সম্পাদক সাব্বির কামাল, আলোকচিত্রশিল্পী তানিমুল হাসান আল নাহিয়ান।

বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

Link copied!