টাঙ্গাইল জেলার সব পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে পরীক্ষামূলকভাবে কোভিড-১৯-এর গণটিকা কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার (৭ আগস্ট) সকাল ৯টায় জেলায় একযোগে এ কার্যক্রম শুরু হয়। সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিরা গণটিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।
এদিকে সকাল থেকেই কেন্দ্রগুলোতে টিকা নিতে বয়স্ক নারী-পুরুষরা উপস্থিত হয়েছেন। মুখে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে টিকাদান কর্মসূচি চলছে।
স্থানীয় জনপ্রতিনিধি জানান, হাসপাতালগুলোতে টিকা কার্যক্রম শুরু হলেও গ্রামের মানুষের টিকা নিতে আগ্রহ ছিল না। তাদের মধ্যে একধরনের ভীতি ছিল। টিকার বিষয়ে সচেতনা বাড়ায় প্রত্যন্ত গ্রামের মানুষদের মধ্যে ভয় কমেছে।
বিভিন্ন টিকাকেন্দ্র ঘুরে দেখা যায়, নারী-পুরুষরা স্বাচ্ছ্যন্দেই টিকা গ্রহণ করছেন। শুধু জাতীয় পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে কোভিড-১৯-এর টিকা নেওয়ার ব্যবস্থা করে দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন টিকা গ্রহণকারীরা।