• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

খুলনায় করোনায় আরও ৯ জনের মৃত্যু


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৪, ২০২১, ১১:৪০ এএম
খুলনায় করোনায় আরও ৯ জনের মৃত্যু

খুলনার তিন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৪ আগস্ট) সকালে এ তথ্য জানা গেছে।

খুলনার ২০০ শয্যাবিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, এ হাসপাতালে ছয়জনের মৃত্যু হয়েছে। তারা হলেন খুলনার সেলিনা বেগম (৬০), মীর আব্দুর রশিদ (৮২), মাসুমা বেগম (৪৬), বাগেরহাটের জাবেদা বেগম (৯০) ও মমতাজ বেগম (৬৩) এবং নড়াইলের নজরুল সরদার (৬০)। হাসপাতালে বর্তমানে ১১২ জন রোগী চিকিৎসাধীন।

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বাবলু জানান, সেখানে গত ২৪ ঘণ্টায় দুজন রোগী মারা গেছেন। তারা হলেন খুলনার হোসেনে আরা বেগম (৬২) ও নাসরিন জাহান (৫৫)।

খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. গাজী মিজানুর রহমান জানান, সেখানে গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জের কবিতা রানী সরকার (৩০) মারা গেছেন।

Link copied!