• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

শিগগির চালু হবে দর্শনা স্থলবন্দর


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৩, ২০২২, ১২:২২ পিএম
শিগগির চালু হবে দর্শনা স্থলবন্দর

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা স্থলবন্দরের জমি অধিগ্রহণের পর খুব শিগগির স্থলবন্দরটি চালু হবে বলে জানালেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আলমগীর। 

মঙ্গলবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে দর্শনা স্থলবন্দর পরিদর্শন করে তিনি এই কথা বলেন। এর আগে তিনি স্থলবন্দরে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আলমগীর দর্শনা সীমান্তবর্তী বাংলাদেশে জমির বিভিন্ন স্থান ঘুরে দেখেছেন। পরিদর্শন শেষে দুপুর ১টার দিকে দিকে দর্শনা আন্তর্জাতিক বিজিবি সম্মেলনকক্ষে প্রশাসন ও জন প্রতিনিধি, ব্যবসায়ী ও স্থানীয় লোকজনের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি মো. আলমগীর, “২৬ ফেব্রুয়ারি দর্শনা স্থলপথকে পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে এনবিআর। দর্শনা স্থলবন্দরের জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। দর্শনা স্থলবন্দরটি মডেল বন্দর হিসেবে চালু করার জন্য ব্যবস্থা গ্রহণ করবে সরকার। শিগগিরই এই বন্দর চালু হবে।” 

সভায় উপস্থিত ছিলেন যশোর বেনাপোল স্থলবন্দরের পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান, স্থলবন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যানের একান্ত সচিব মো. কবির খান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. জসিম উদ্দিন, চুয়ডাঙ্গা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শারমীন আক্তার, চুয়াডাঙ্গা এনএসআই পরিচালক জামিল হোসেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, চুয়াডাঙ্গা (দামুড়হুদা-জীবননগর) সার্কেল সহকারী পুলিশ সুপার মুন্না বিশ্বাস, দামুড়হুদা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, দর্শনা কাস্টমস সহকারী কমিশনার সারাফত হোসেন, রাজস্ব কর্মকর্তা আব্দুল গনি, দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম লুৎফুল কবির, বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার মো. জহির হোসেন, দর্শনা আইসিপি বিজিবি পোস্ট কমান্ডার নায়েক সুবেদার মো. আলাউদ্দিন, চুয়াডাঙ্গা জেলা চেম্বার অব কমার্সের পরিচালক মো. হারুন-অর-রশিদ, দর্শনা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হাবু, দর্শনা স্থলবন্দর বাস্তবায়ন কমিটির আশরাফুল হক উলুম, ওমর আলী মেম্বার, হাজী নজরুল ইসলাম, সাংবাদিক রেজাউল করিম লিটনসহ স্থানীয় নেতারা।
 

Link copied!