• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

খাল থেকে ৬৬ লাখ টাকা উদ্ধার


লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২১, ১০:২৫ এএম
খাল থেকে ৬৬ লাখ টাকা উদ্ধার

লালমনিরহাট শহরের জেল রোডে একটি খাল থেকে ৬৬ লাখ টাকা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ১০০ টাকার নোটে ৬৬টি বান্ডিল উদ্ধার করা হয়।

বুধবার (১৭ নভেম্বর) রাত ১০টার দিকে এ টাকা উদ্ধার করে সদর থানা-পুলিশ।

পুলিশ জানায়, ওই খালে স্থানীয় এক ব্যক্তি জাল দিয়ে মাছ ধরার সময় টাকার বান্ডিলগুলো দেখতে পান। পরে পুলিশ সেখানে গিয়ে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম গণমাধ্যমকে জানান, উদ্ধার হওয়া টাকার বান্ডিলের ওপর ‘লাকি কুপন’, ‘সাথী কুপন’, ‘ভাগ্য বদল’ ইত্যাদি লেখা চিরকুট আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত টাকাগুলো জাল।

Link copied!