• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

খালেদার মুক্তির দাবিতে ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২১, ০৫:৪৩ পিএম
খালেদার মুক্তির দাবিতে ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সারা দেশের ন্যায় ফরিদপুরেও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকাল ৩ টায় ফরিদপুর প্রেসক্লাবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য জয়নাল আবেদীন ফারুক, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইবনে ইউসুফ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে সু-চিকিৎসার সুযোগ না দিলে অচিরেই কঠোর আন্দোলন সংগ্রামের মাধ্যমে এ সরকারের পতন ঘটিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে। শুধু সমাবেশ নয় হরতালের মত কর্মসূচি দিয়েও সরকারকে দাবি আদায়ে বাধ্য করা হবে।
 

Link copied!