• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

খাগড়াছড়িতে থানা ভবন উদ্বোধন করলেন আইজিপি


খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২২, ০৬:৩৯ পিএম
খাগড়াছড়িতে থানা ভবন উদ্বোধন করলেন আইজিপি

খাগড়াছড়িতে নবনির্মিত দুইটি থানা ভবন, পুলিশ ফাঁড়িসহ বিভিন্ন উন্নয়ন কাজ উদ্বোধন করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে জেলা পুলিশ লাইন্সে অভিবাদন গ্রহণ শেষে একযোগে এসব ফলক উন্মোচন করেন আইজিপি।

তিনি বৈদ্যুতিক সুইচ টিপে নবনির্মিত নারী ব্যারাক ভবনসহ নবনির্মিত ৬ তলা ভিত বিশিষ্ট ব্যারাক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এছাড়াও তিনি ভার্চুয়ালি উদ্বোধন করেন মানিকছড়ি ও লক্ষীছড়ি থানা ভবন এবং ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ি ভবন।

পরে পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় অংশ নেন তিনি। এর আগে তিনি এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টার আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন আইজিপি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন বিপিএম (বার) পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (অপারেশন অ্যান্ড ইন্টেলিজেন্স) মো. সাইফুল ইসলাম বিপিএম (বার), খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ প্রমুখ। 

Link copied!