• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২১, ০২:৩৬ পিএম
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়নে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৬ হাজার ৩০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী ও হাইব্রিড ধানের বীজ এবং সার বিতরণ করা হয়েছে। 

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে ফেনী সদর উপজেলা পরিষদ চত্বরে এ বীজ ও সার বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাসরীন সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার শারমীন আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার আহসান হাবিব, উপসহকারী কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট লোকজন।

কৃষককে প্রতি বিঘা জমিতে চাষাবাদের জন্য উচ্চ ফলনশীল জাতের এক হাজার কৃষককে পাঁচ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং পাঁচ হাজার তিনশত কৃষককে দুই কেজি করে হাইব্রিড বীজ বিনামূল্যে প্রদান করা হয়।

Link copied!