গাজীপুর মহানগরের কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আব্দুল হামিদ মিয়া বলেন, “বিকেল পাঁচটার কিছু সময় পর কোনাবাড়ির দেউলিয়া বাড়ি এলাকার একটি ঝুটের আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কাশিমপুর ডিবিএল মিনি স্টেশনের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।”
পরে জয়দেবপুর থেকে আরও দুটি ইউনিটসহ তিনি অপর ইউনিট নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলেও জানান ফায়ার সাভির্সের এই কর্মকর্তা।