• ঢাকা
  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষককে গাছে বেঁধে মারধর, ইউপি সদস্য আটক


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১, ০১:২৪ পিএম
কৃষককে গাছে বেঁধে মারধর, ইউপি সদস্য আটক

নাটোরে কৃষককে গাছে বেঁধে মারধরের ঘটনায় মকলেছ আলী নামের এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার (২২ আগস্ট) রাতে জেলার সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক মকলেছ আলী উপজেলার ইটালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এবং ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

সোমবার (২৩ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে ইউনিয়নের শালমারা-বাঁশবাড়িয়া মাঠে ঘাস খেতে যায় বাঁশবাড়িয়া গ্রামের কৃষক শাহাদত (৭০) ও বেলায়েতের (৬০) গরু। এ সময় কয়েকটি গরু স্থানীয় ইউপি সদস্য মকলেছ আলীর আমন ধানের ক্ষেতে ঢুকে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে মকলেছ আলী ও তার লোকজন গরুগুলোকে বেঁধে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে যান গরুর মালিক শাহাদত ও বেলায়েত। এ সময় তাদেরকে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে পেটান ইউপি সদস্য। পরে জানাজানি হলে তাদের ছেড়ে দেওয়া হয়।

কৃষকদের মারধরের কথা স্বীকার করেছেন আটক ইউপি সদস্য মকলেছ আলী। তবে তিনি দাবি করেন, “ধানের জমি নষ্ট করায় গরুগুলোকে ধরা হয়েছিল এবং তাদের মালিককে লাঠি দিয়ে দুই একটা আঘাত করা হয়েছিল।

এ বিষয়ে ইটালী ইউনিয়নের চেয়ারম্যান বলেন, ‍‍“আমি বিষয়টি শুনেছি এবং খোঁজ নিয়ে জেনেছি দুজন কৃষককে মারধর করা হয়েছে।”

ইউপি সদস্যকে আটকের বিষয়ে সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, “রাতেই ইউপি সদস্যকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।”

Link copied!