• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

কুলখানির আয়োজন করায় ২০ হাজার টাকা জরিমানা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ১২:০৫ এএম
কুলখানির আয়োজন করায় ২০ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জে লকডাউনের শর্ত ভঙ্গ করে কুলখানির আয়োজনের দায়ে বাড়ির মালিককে জরিমানা এবং সকল খাবার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৯ জুলাই) দুপুরে সদর উপজেলার বাগজান গ্রামের লিটন মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকারী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছলিমা শিরিন বলেন, “বাগজান গ্রামের লিটন মিয়া তার দাদার কুলখানি অনুষ্ঠানের আয়োজন করছেন এমন সংবাদের ভিত্তিতে আজ বেলা সাড়ে ১১টার দিকে আমি ওই বাড়িতে যাই এবং ঘটনার সত্যতা পাই।”

তাছলিমা শিরিন আরও বলেন, “সরকারি বিধি নিষেধ অমান্য করে সামাজিক অনুষ্ঠান আয়োজন এবং লোকসমাগমের মাধ্যমে করোনা রোগের সংক্রমণ বিস্তারের ঝুঁকি বাড়ানোর দায়ে ২০ হাজার হাজার টাকা জরিমানা করেছি। কুলখানির খাবার জব্দ করে তা সরকারি শিশু পরিবার ও দুটি বেসরকারি এতিমখানায় বিতরণ করেছি।”

অভিযানকালে উপস্থিত ছিলেন স্থানীয় দিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মোল্লা।

Link copied!