• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

কুমিল্লায় বাসচাপায় মৃত্যু বেড়ে ৪


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২, ০২:৩৮ পিএম
কুমিল্লায় বাসচাপায় মৃত্যু বেড়ে ৪

কুমিল্লার লাকসামে বিআরটিসির বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল ৪। নিহতরা সবাই একই পরিবারের সদস্য। 

লাকসাম ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন জেলার লালমাই উপজেলার ভোলাইন ইউনিয়নের পরতী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে বাহার মিয়া (৫৫), তার স্ত্রী পারুল বেগম (৪০), বাহার মিয়ার শাশুড়ি গোলাপ নাহার (৭০) ও বাহার মিয়ার মেয়ে জান্নাত (১)। নিহতদের পরিচয় নিশ্চিত করেন নিহত বাহারের ভাতিজা মীর হোসেন। 

এসআই মো. জসিম উদ্দিন বলেন, “বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার কালিয়াচৌ এলাকায় ঢাকামুখী একটি বিআরটিসি বাস সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাশুড়ি-জামাতার মৃত্যু হয়। আহত হন আরও তিন জন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।  

Link copied!