• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

কুমিল্লায় ট্রাকচাপায় নিহত ৫


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২২, ১০:৪৯ এএম
কুমিল্লায় ট্রাকচাপায় নিহত ৫

কুমিল্লার বুড়িচংয়ে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক, যাত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ট্রাক ও অটোরিকশার আরও দুই আরোহী।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি সিন্ধুরিয়াপাড়া কাটাজঙ্গল তুতবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন। 

দুর্ঘটনায় নিহতরা হলেন অটোরিকশাচালক জুলহাস মিয়া এবং যাত্রী জহিরুল ইসলাম, মো. জালাল ও সাইফুল ইসলাম। তাৎক্ষণিকভাবে নিহত অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আহত দুজনকে ময়নামতি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!