• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

কুমিল্লায় করোনায় দুজনের মৃত্যু


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২২, ১১:০২ এএম
কুমিল্লায় করোনায় দুজনের মৃত্যু

কুমিল্লায় করোনা আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তাদের একজনের বাড়ি চান্দিনা উপজেলায় ও অন্যজনের বাড়ি আদর্শ সদর উপজেলায়। 

জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩০.৯ শতাংশ। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৫০ জন কুমিল্লা সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। লাকসাম উপজেলায় দ্বিতীয় সর্বোচ্চ ২৭ জন, দেবীদ্বার উপজেলায় ২৪ জন, বরুড়া উপজেলায় ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। 

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

এ নিয়ে কুমিল্লায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৪১ হাজার ৪৯৯। এর মধ্যে সুস্থ হয়েছে ৩৮ হাজার ৫৬৪ জন, মারা গেছেন ৯৬২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় ৩৫ জন করোনা রোগী সুস্থ হয়েছেন বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। 

এদিকে গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় ৫৮৭ জন বিদেশগামীর করোনা পরীক্ষায় ৬০ জনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গেছে।

Link copied!