• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

কুমিল্লায় কমেছে করোনা শনাক্তের হার


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২২, ১২:৪৪ পিএম
কুমিল্লায় কমেছে করোনা শনাক্তের হার

কুমিল্লায় করোনা শনাক্তের হার কিছুটা কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১১৭ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ দশমিক ২ শতাংশ। যা গতকালের চেয়ে প্রায় ৮ শতাংশ কম। ওই কুমিল্লায় শনাক্ত হয়েছিল ২২০ জনের। আক্রান্তের হার ছিল ২৮ শতাংশ। তবে গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো রোববারের (৬ ফেব্রুয়ারি) প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৭ জনের মধ্যে ৬৬ জনই অভিবাসন প্রত্যাশী, ৩৭ জন কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। এছাড়া আদর্শ সদর উপজেলায় একজন, সদর দক্ষিণে একজন, বুড়িচংয়ে ৫ জন, চান্দিনায় একজন, লাকসাম ও তিতাস উপজেলায় তিনজন করে করোনায় আক্রান্ত হন।

এ নিয়ে কুমিল্লায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪২ হাজার ১৭০ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ৩৮ হাজার ৮১৮ জন, প্রাণ হারিয়েছেন ৯৬৬ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় ৬৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।  
 

Link copied!