• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

‘কিয়ামত পর্যন্ত থাকবে মুক্তিযোদ্ধাদের বক্তব্য’


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২১, ০৬:২৪ পিএম
‘কিয়ামত পর্যন্ত থাকবে মুক্তিযোদ্ধাদের বক্তব্য’

মুক্তিযোদ্ধাদের বক্তব্য কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

৪ ডিসেম্বর জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়াকামালপুর মুক্ত দিবস পালিত হয়েছে। মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। 

আ ক ম মোজাম্মেল হক বলেন, “পাকিস্তান আর্মি হাঁটু গেড়ে মাথা নত করেছে আমাদের বীরমুক্তিযোদ্ধাদের কাছে।”

আজকে এক শ্রেণির লোক মানবতার কথা বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, “১৯৭১ এ হাজার হাজার লাশ দেখেও তাদের মানবতার চোখ খুলে নাই।”

মোজাম্মেল হক বলেন, “সারা দেশে মুক্তিযোদ্ধাদের কবর একই ডিজাইনে হবে। প্রতিটি মুক্তিযোদ্ধাদের বক্তব্য কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করা হবে। উন্নয়ন অব্যাহত রাখার জন্য শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।”

বিশেষ অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। আলোচক ছিলেন জামালপুর আঞ্চলিক উন্নয়ন কমিটির সিইও ড. জাফর উদ্দীন, বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের সাংস্কৃতিক ফোরামের নির্বাহী সভাপতি আব্দুস সামাদ।

স্মৃতিচারণ করেন কথা সাহিত্যিক সাংবাদিক হারুন হাবিব। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত সচিব ড. গাজী সাইফুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামান, জেলা আওয়ামী লীগের সৈয়দ আতিকুর রহমান ছানা, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মোফাজ্জল হোসেন প্রমুখ। অনুষ্ঠানের আয়োজন করেন বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ।

Link copied!