• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

কিশোর গ্যাংয়ের ২৩ সদস্য আটক


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২, ১১:২৪ এএম
কিশোর গ্যাংয়ের ২৩ সদস্য আটক

নোয়াখালীর সেনবাগ উপজেলায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ২৩ সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৮ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক কিশোর গ্যাং সদস্যদের নাম ঠিকানা জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী।  

ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, বুধবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে স্কুল পড়ুয়া উঠতি বয়সের ২৩ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করেছে সেনবাগ পুলিশ। আটক কিশোর গ্যাংয়ের সদস্যদের ব্যাপারে যাচাই করা হচ্ছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং যারা অপরাধের সঙ্গে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!