• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২১, ০৮:১৫ পিএম
কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফোরকান শিকদার (৪৭) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। 

সোমবার সকালে এ ঘটনা ঘটে। মৃত ফোরকান পটুয়াখালীর গলাচিপা থানার কালাই কিশোর গ্রামের মৃত বাছের আলীর ছেলে। তিনি কারাগার-১-এর বন্দি ছিলেন।

কারাগার সূত্রে জানা যায়, ভোরে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষ ফোরকানকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর ডেপুটি জেলার রুবাইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২০ সালের ৪ মার্চ থেকে ফোরকান শিকদার কারাগারে বন্দি ছিলেন।

Link copied!