• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কালো বাজারে টিকিট বিক্রি, বুকিং সহকারী বরখাস্ত


বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২০, ২০২২, ০৬:১৬ পিএম
কালো বাজারে টিকিট বিক্রি, বুকিং সহকারী বরখাস্ত

বেনাপোলে কালো বাজারে টিকিট বিক্রির অভিযোগে এনামুল হক মামুন নামে একজন টিকিট বুকিং সহকারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) ঘটনটি ঘটলেও শনিবার (২০ আগস্ট) বেনাপোল রেলওয়ে স্টেশনে বিষয়টি জানাজানি হলে গণমাধ্যমকর্মীরা বিষয়টি জানতে পারে।

এ ঘটনায় একটি তদন্ত টিম মাঠে কাজ করছে। চলতি মাসের প্রথম সপ্তাহে ঈশ্বরদি রেলওয়ে জংশনে ইব্রাহিম নামে একজন টিকিট কালেক্টরের হাতে এ ঘটনাটি প্রথম ধরা পড়ে। তারপর বেড়িয়ে পড়ে থলের বিড়াল।

বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কুষ্টিয়ার দৌলতপুর রেলওয়ে স্টেশনে কর্মরত টিকিট বুকিং সহকারী গ্রেড-২ এনামুল হক মামুন ৭ জানুয়ারি বেনাপোল রেলওয়ে স্টেশনে ডেপুটিশনে যোগদান করেন। এখানে যোগদান করার পর তিনি অফিসারদের গোপন কার্ড ও পাসওয়ার্ড চুরি করে তাদের শীতাতাপ নিয়ন্ত্রিত চারটি সিটের প্রতিটি কেবিন ৪ হাজার ৪৬৪ টাকায় বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তবে প্রাথমিকভাবে তার বিক্রয়কৃত চার লাখ টাকার টিকিট ধরা পড়েছে কর্তৃপক্ষের হাতে। তবে কর্তৃপক্ষ ধারণা মোটা অংকের সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে তিনি টাকা আত্মসাৎ করেছে এটা নিশ্চিত।

অভিযুক্ত টিকিট বুকিং সহকারী এনামুল হক মামুন বলেন, “আমার দোষ আমি স্বীকার করেছি, অন্যায় হয়েছে। কর্তৃপক্ষ আমাকে সাময়িক চাকরি থেকে বরখাস্ত করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।”

পাকশিয়া রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দীন জানান, এনামুল হক মামুনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!