• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কালিয়াকৈরে কারখানার আগুন নিয়ন্ত্রণে, আহত ৫


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ১৮, ২০২২, ০৪:১৪ পিএম
কালিয়াকৈরে কারখানার আগুন নিয়ন্ত্রণে, আহত ৫

গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকায় একটি কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ শ্রমিক আহত হয়েছে।

বুধবার (১৮ মে) সকালে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী, শ্রমিক ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় নূর গ্রুপের রায়হান নিট কম্পোজিট কারখানার পাঁচতলায় সুতার গোডাউনে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন আশে পাশে বিস্তার লাভ করে। এতে শ্রমিক ও কারখানা লোকজন প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু আগুন নিয়ন্ত্রণ করতে না পেরে ফায়ার সার্ভিস খবর দেয় কারখানার কর্তৃপক্ষ।

খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু আগুন নিবাতে কালিয়াকৈর ফায়ার সার্ভিস হিমশিম খেলে। সাভার ইপিজেড ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে কালিয়াকৈর ও সাভার ইপিজেট ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, “কারখানায় আগুন লেগেছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও সাভার ইপিজেটের ৪টি ইউনিট। মোট ৬টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কীভাবে আগুন লাগে তা জানা যায়নি।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!