• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

কাপ্তাই হ্রদে ডুবে দুই কিশোরের মৃত্যু


রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৩, ২০২২, ১০:৩০ এএম
কাপ্তাই হ্রদে ডুবে দুই কিশোরের মৃত্যু

রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে দুই কিশোর বন্ধুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুন) বিকেলে জেলা শহরের তবলছড়ির বিজিবি রোড আমিনা পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুই কিশোর হলো মাহিদুর রহমান মুহিত (১১) ও আহনাফ সাদিব ইনান (১১)। দুজনেই তবলছড়ির বিজিবি রোড এলাকার মুন্সী আব্দুর রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে দুই কিশোর খেলাধুলা শেষে গোসল করতে তবলছড়ি পর্যটন বিজিবি রোড আমিনা পাহাড় এলাকায় কাপ্তাই হ্রদে নামে। এ সময় দুজনই স্রোতের পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তিশা চাকমা বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পানিতে ডোবা দুই কিশোরকে হাসপাতালে আনা হয়। তারা দুইজনই হাসপাতালে আনার আগেই মারা গেছে।

Link copied!