• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

‘কাপ্তাই ছাত্রলীগ কথা বলে কম, কাজ করে বেশি’ 


রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২১, ১২:৫২ পিএম
‘কাপ্তাই ছাত্রলীগ কথা বলে কম, কাজ করে বেশি’ 

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলার সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার বলেছেন, কাপ্তাই উপজেলা ছাত্রলীগের একটি ভালো গুণ, তারা কথা বলেন কম, কাজ করে বেশি।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন দীপঙ্কর তালুকদার।

দীপঙ্কর তালুকদার বলেন, “হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বর্তমান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আদর্শ বুকে ধারণ করে যারা ছাত্র রাজনীতি করে তারাই ছাত্রলীগ। ছাত্রলীগ জাতির জনকের হাতে গড়া একটি আদর্শ সংগঠন।”

পার্বত্য রাঙামাটি জেলার এই সাংসদ আরও বলেন, “শেখ হাসিনা ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটিকে কলঙ্কযুক্ত করতে ইতিমধ্যে দুর্নীতিবাজ ও দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে অনেককে অব্যাহতি দিয়ে নতুন করে কমিটিকে ঢেলে সাজিয়েছেন। শেখ হাসিনা নির্দেশ ছাত্রলীগে কোনো দুর্নীতিবাজ, মাদকসেবী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের স্থান হবে না। আমরা শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে তার নির্দেশে প্রতিটি নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের প্রতিটি কমিটিকে স্বচ্ছতার সঙ্গে দলের ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে গঠন করে যাচ্ছি।“

সম্মেলনে এম নুর উদ্দিন সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলিব রেজা লিমনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল হক, জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মো. হানিফ, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, সহসভাপতি প্রকৌশলী থোয়াইচিং মারমা, আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, দীপ্তিময় তালুকদার, প্রকৌশলী আবদুল লতিফ, বিদর্শন বড়ুয়া, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল, যুগ্ম সম্পাদক আব্দুল ওহাব, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন বাচ্চু।

সম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা। উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দিন সুমন জানান, পরে জেলা কমিটির সঙ্গে পরামর্শ করে উপজেলা কমিটি ঘোষণা করা হবে

এর আগে উপজেলা পরিষদ মিলনায়তন চত্বরে জাতীয় সংগীতের সুরে সুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল জব্বার সুমন।

Link copied!