• ঢাকা
  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

কাজে ফিরেছেন মৌলভীবাজারের চা শ্রমিকরা


মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২২, ১১:৩০ এএম
কাজে ফিরেছেন মৌলভীবাজারের চা শ্রমিকরা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে অবশেষে কাজে ফিরেছেন মৌলভীবাজারের চা শ্রমিকরা। আজ সাপ্তাহিক ছুটি থাকার কারণে অনেক বাগানেই চা-শ্রমিকরা কাজে নামেননি।

রোববার (২৮ আগস্ট) সকাল থেকেই কাজে যোগ দেন জেলার শ্রমিকরা। অবশ্য এদিন সাপ্তাহিক ছুটি থাকায় কেবল ৯টি বাগান চালু থাকে। এসব বাগানের শ্রমিকরা সকালে মালনীছড়া বাগানে বৈঠকে বসেন।

শ্রীমঙ্গলের ফিনলে চা বাগানের শ্রমিক রতন মুণ্ডা বলেন, “অনেক দিন পর কাজে ফিরতে পেরে বেশ ভালো লাগছে, তবে মজুরি আরেকটু বাড়লে ভালো হতো। ১৭০ টাকা দিয়ে এখন চলা কঠিন।”

ফিনলে চা কোম্পানির জেনারেল ম্যানেজার গোলাম মোহাম্মদ শিবলী বলেন, “আমাদের চা বাগানের শ্রমিকরা সবাই কাজে নেমেছেন। সবাই কাজ করছেন। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী চা-শ্রমিকরা নতুন মজুরি ১৭০ টাকা পাবেন। এ ছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা অনুযায়ী তাদের পেছনে বাগানের দৈনিক ৪৫০ থেকে ৫০০ টাকা খরচ হবে।”

গণভবনে শনিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চা বাগান মালিকপক্ষের বৈঠক হয়। এতে শ্রমিকদের মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দেন প্রধানমন্ত্রী। ওই সময় প্রধানমন্ত্রী চা শ্রমিকদের রোববার থেকে কাজে ফেরার আহ্বান জানান।

Link copied!