• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

কনটেইনার ডিপোর আগুন নিয়ন্ত্রণে


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: জুন ৭, ২০২২, ১২:২৫ পিএম
কনটেইনার ডিপোর আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন সেনাবাহিনী ১৮ বীর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম। তিনি জানান, কনটেইনার ডিপোটি এখন ঝুঁকিমুক্ত।

মঙ্গলবার (৭ জুন) সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আরিফুল ইসলাম বলেন, “সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ টিম এখানে এসেছে। এখানে বিপজ্জনক আর কিছু আছে কি না, তা পরীক্ষা করে দেখছেন। তাদের কাছ থেকে আমরা একটা ফাইনাল রিপোর্ট পাব। সেখানে আমরা দেখব আর কোনো বিপদ হওয়ার আশঙ্কা আছে কি না। এটুকু আমরা বলতে পারি প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসছে।”

লে. কর্নেল আরিফুল ইসলাম আরও বলেন, “আপনারা জানেন কিছু কনটেইনারে কাপড়ের পণ্য আছে। ওইগুলো পানি দেওয়ার ফলে ধোঁয়া বের হচ্ছে। তবে ভয়ের কিছু নাই বলে আমি মনে করি। এছাড়া আর যাতে হতাহত না ঘটে, তার জন্য আমরা গুরুত্বের সঙ্গে কাজ করছি। এ কারণে যেগুলো থেকে ধোঁয়া বের হচ্ছে, সেগুলোর আশপাশে আমরা কম যাচ্ছি।”

ক্ষয়ক্ষতির প্রসঙ্গে আরিফুল ইসলাম বলেন, “আসলে এখানে কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনই বলা সম্ভব হচ্ছে না। কারণ, এখানে যারা কর্মরত ছিলেন, তাদের অনেকেই নিহত এবং আহত হয়েছেন। অনেক নথি পুড়ে গেছে।”

এদিকে সর্বশেষ তথ্যানুযায়ী এ অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের ৯ সদস্যসহ ৪১ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন চার শতাধিক। নিহতদের মধ্যে ২২ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লাশ হস্তান্তর করা ২২ জন হলেন হাবিবুর রহমান (২৩), রবিউল ইসলাম (১৯), মমিনুল হক (২৪), মহি উদ্দিন (২২), তোফায়েল ইসলাম (২২), আফজাল হোসেন, মো. সুমন (২৮), ইব্রাহিম হোসেন (২৭), ফারুক জমাদ্দার (৫০), মো. হারুন (৫৫), মো. নয়ন (২২), শাহাদাত হোসেন (২৯), শাহাদাত উল্লাহ মজুমদার, মো, রিদুয়ান (২৫), রানা মিয়া, তহিদুল হাসান, নাজিমউদ্দিন রুবেল, নিপন চাকমা, মিঠু দেওয়ান, আলা উদ্দিন (৩৫), শাকিল তরফদার ও মো. মনিরুজ্জামান (২২)।

পরিচয় শনাক্ত হয়নি, নিহত এমন ব্যক্তিদের পরিচয় শনাক্তের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করতে শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শনিবার (৪ জুন) রাত ১১টার দিকে কনটেইনার ডিপোতে আগুন লাগে। এরপর একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে চার বর্গকিলোমিটার এলাকাজুড়ে এর প্রভাব পড়েছে।

 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!