• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কনস্টেবল হত্যায় ৪ জনের যাবজ্জীবন


মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২১, ২০২২, ০৩:০০ পিএম
কনস্টেবল হত্যায় ৪ জনের যাবজ্জীবন

মেহেরপুরে পুলিশ কনস্টেবল আলাউদ্দিন হত্যায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে মেহেরপুর অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন আনিস মণ্ডল, তাহাজুত হোসেন, শাকিল হোসেন এবং রুবেল হোসেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৪ জুলাই বামুন্দি-কাজিপুর এলাকায় টহলরত পুলিশ একটি মাইক্রোবাসকে থামানোর জন্য ব্যারিকেড দেয়। কিন্তু মাইক্রোবাস চালক ব্যারিকেড পাশ কাটিয়ে পালানোর সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ কনস্টেবল আলাউদ্দিনকে ধাক্কা দেয়। তাকে উদ্ধার করে কুষ্টিয়ায় পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।

পরে ঘটনাস্থল থেকে ৩৪০ বোতল ফেনসিডিল এবং কুষ্টিয়ার মিরপুর উপজেলার বালিদাপাড়া গ্রাম থেকে মাইক্রোবাসটি জব্দ করা হয়। ওই ঘটনায় উপপরিদর্শক (এসআই) সুবীর রায় বাদী হয়ে গাংনী থানায় আনিস মণ্ডল, তাহাজুত হোসেন, শাকিল হোসেন এবং রুবেল হোসেনের নামে একটি হত্যা মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। হত্যা মামলায় মোট ১৬ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। সাক্ষীদের সাক্ষ্যে ৪ আসামি দোষী প্রমাণিত হন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!